Nobel Prize
- মোট কয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়? উঃ ৬টি (পদার্থ, রসায়ন, চিকিৎসা, সাহিত্য,অর্থনীতি ও শান্তি)।
- নোবেল পুরস্কার ঘোষনাকারী প্রতিষ্ঠান কতটি? উঃ ৪টি।
- চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ সুইডিস একাডেমী।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতির নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সস।
- শান্তির ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষনা করে কোন প্রতিষ্ঠান? উঃ নোবেল কমিটি অব নরওয়েজিয়ান পার্লামেন্ট।
- একটি বিষয়ে সর্বোচ্চ কতজন নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারে? উঃ ৩ জন।
- কোন নোবেল পুরস্কারের জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানকে বিবেচনা হয়? উঃ শান্তিতে।
- নোবেল পুরস্কারের জন্য বিবেচনা করা যাবে না তা সত্ত্বেও মরণোত্তর নোবেল বিজয়ী তিনজন কে কে? উঃ এরিখ কালফেল্ট (১৯৩১), দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) এবং রালফ স্টেইনম্যান (নোবেল কমিটি জানত না) (২০১১)।
- অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে চালু করা হয়? উঃ ১৯৬৯ সালে।
- ঐতিহ্যগতভাবে কোন নোবেল পুরস্কার বৃহস্পতিবার ঘোষনা করা হয়? উঃ সাহিত্যে।
- শান্তিতে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ ভিয়েতনামের ‘ওলি ডাক থো’, তিনি প্রত্যাখান করেন।
- অর্থনীতিতে নোবেল বিজয়ী প্রথম এশীয় কে? উঃ ভারতের ‘অমর্ত্য সেন’ (১৯৯৮ সাল)।
- চিকিৎসা বিজ্ঞানে প্রথম এশীয় নোবেল বিজয়ী কে? উঃ ভারতের ‘হরগোবিন্দ খোরানা’ (১৯২৯ সাল)।
- প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ মিশরের ‘আনোয়ার সাদাত’ (১৯৭৮ সাল)।
- প্রথম দুবার নোবেল পুরস্কার বিজয়ী কে? উঃ বিজ্ঞানী মাদাম কুরি (১৯০৩ ও ১৯১১ সাল)।
- নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মার্কিন প্রেসিডেন্ট কে? উঃ থিওডর রুজভেল্ট (১৯০৬ সাল)।
- প্রথম মুসলিম হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ মিশরের ‘নাগিব মাহফুজ (১৯৮৮ সাল)।
- প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ পাকিস্তানের আব্দুস সালাম (১৯৭৯ সাল)।
- প্রথম ও একমাত্র মুসলিম হিসেবে রসায়নে নোবেল পুরস্কার জয়ী কে? উঃ মিশরের ‘আহমেদ এইচ. জেবাইল’ (১৯৯৯ সাল)।
- নোবেল বিজয়ী প্রথম নারী কে? উঃ ফ্রান্সের ‘মাদাম কুরী’ (১৯০৩ সাল)।
- সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারী কে? উঃ সুইডেনের ‘সেলমা লাগেরলফ’ (১৯০৯ সাল)।
- এশিয়ার প্রথম নোবেল বিজয়ী কে? উঃ রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সাল)।
- শান্তিতে প্রথম নোবেল বিজয়ী নারী কে? উঃ অষ্ট্রিয়ার ‘বার্থাভন সুটনার (১৯০৫ সাল)।
- পদার্থ বিজ্ঞানের প্রথম এশীয় নোবেল বিজয়ী কে? উঃ ভারতের ‘সিভি রমন’ (১৯৩০ সাল)।
- আফ্রিকার প্রথম নোবেল বিজয়ী কে? উঃ দঃ আফ্রিকার ‘ম্যাক্স থেইলা’ (১৯৫১ সাল)।
- সর্বাধিক দু‘বার করে নোবেল পুরস্কার বিজয়ী কে কে? উঃ মাদাম কুরী, লিনাস পাউলিং, জন বার্ডেন ও ফ্রেডারিখ সেঙ্গার।
- অর্থনীতিতে প্রথম ও একমাত্র নোবেল বিজয়ী মহিলা কে? উঃ এলিনর অসট্রম(২০০৯)।
- মোট কত জন নারী (২০১১) নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ ৪৩ (৪৪ বার) জন।
- কোন বিষয়ে (২০১১) সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ শান্তিতে (১৫ জন) ।
- কোন বিষয়ে (২০১১) দ্বিতীয় সর্বাধিক নারী নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ সাহিত্যে (১২ জন)।
- মোট মুসলিম নোবেল পুরস্কার (২০১১) বিজয়ী কত জন? উঃ ১০ জন।
- শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মুসলিম কত জন? উঃ ৫ জন-আনোয়ার সাদাত-(১৯৭৮), ইয়াসির আরাফাত (১৯৯৪), শিরিন এবাদি (২০০৩), মোঃ এল বারাদি (২০০৫) ও ডঃ মুঃ ইউনুস (২০০৬)।
- এ পর্যন্তু (২০১১) ভারতীয় উপমহাদেশে নোবেল পুরস্কার বিজয়ী কত জন? উঃ ৭ জন (ভারত-৫, পাকিস্তান-১ ও বাংলাদেশ-১)।
- সর্বাধিক ৩ বার নোবেল বিজয়ী সংস্থা কোনটি? উঃ রেডক্রোস কমিটি-১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ (শান্তিতে)।
- রাজনীতিবিদ হয়ে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল।
- কে মনোবিজ্ঞানী হয়েও অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল ক্যানেম্যান (২০০২)।
- কে অর্থনীতিবিদ হয়ে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ডঃ মুহম্মদ ইউনুস (২০০৬)।
- কে রসায়ন ও শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ রিনাস পাউলিং (রসায়ন-১৯৫৪ ও শান্তি-১৯৬২)।
- কে রসায়ন ও পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন? উঃ মাদাম কুরী (পদার্থ-১৯০৩ ও রসায়ন-১৯১১)।
- এ পর্যন্তু জাতিসংঘের কতজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ২ জন; দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১) ও কফি আনান (২০০১)।
- কে একমাত্র ব্যক্তি যিনি নোবেল পুরস্কারের পাশাপাশি অস্কার পুরস্কারও লাভ করেন? উঃ জর্জ বার্নার্ড শ’।
- কারা একমাত্র সহোদর যারা নোবেল পুরস্কার লাভ করেন? উঃ জন টিনবারজেন ও নিকো টিনবারজেন।
- এ পর্যন্তু (২০১১) কতজন মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কার লাভ করেন? উঃ ৪ জন-রুজভেল্ট(১৯০৬), উড্রো উইলসন(১৯১৯), জিমি কার্টার(২০০২) ও বারাক ওবামা (২০০৯)।
- কোন বিষয়ে ভারতীয় উপ মহাদেশের কেউ নোবেল পুরস্কার লাভ করেনি? উঃ রসায়ন।
- দু’বার যৌথভাবে নোবেল পুরস্কার প্রাপ্ত একমাত্র ব্যক্তি কে? উঃ যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী জন বার্ডেন।
- সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখানকারী দু’জন কে? উঃ রাশিয়ার ‘বরিস পাস্তেরনাক’ (১৯৫৮) ও ফ্রান্সের ‘জ্যাঁ পল সার্ত্রে’ (১৯৬৪)।
- একমাত্র পিতা-পুত্র যারা একত্রে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ উইলিয়াম ব্রাগ ও লরেন্স ব্রাগ (১৯১৫)।
- একমাত্র পিতা-পুত্র যারা আলাদাভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ ডঃ রজার ক্রর্নবার্গ (২০০৬) এবং বাবা ডঃ আর্থার ক্রর্নবার্গ (১৯৫৯)।
- এডলফ হিটলারের চাপে কে কে নোবেল পুরস্কার প্রত্যাখান করেছেন? উঃ এডলফ বুটেনন্টি (রসায়ন), গেরহার্ড গোমাহফ (চিকিৎসা)-১৯৩৯ এবং রিচার্ড কুন (রসায়ন)-১৯৩৮।
- নোবেল ইতিহাসে পুরস্কার প্রদান করা হয়নি কোন কোন সালে? উঃ ১৯৪০, ১৯৪১ ও ১৯৪২।
- সর্বাধিক নোবেল পুরস্কার লাভ করেছেন কোন দেশের নাগরিক? উঃ আমেরিকা।
- এ পর্যন্তু (২০১১) এশিয়ার কোন দেশ সর্বাধিক নোবেল পুরস্কার পেয়েছে? উঃ জাপান।
- কোন পরিবার সর্বাধিক ৪ জন ৫ বার নোবেল পুরস্কার লাভ করেছেন? উঃ কুরী পরিবার। মাদাম কুরী (১৯০৩ ও ১৯১১), পিয়েরে কুরী (১৯০৩), আইরিন জুলিয়েট কুরী (১৯৩৫) ও ফ্রেডারিখ কুরী (১৯৫০)।
- সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী কে? উঃ উইলিয়াম লরেন্স ব্রাগ (১৯১৫ পদার্থ); ২৫ বছর।
- সবচেয়ে বেশী বয়সে নোবেল বিজয়ী কে? উঃ যুক্তরাষ্ট্রের লিওনিড হারউইজ (২০০৭); ৯০ বছর।
- সবচেয়ে বেশী নোবেল বিজয়ী কোন প্রতিষ্ঠানের? উঃ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়।
- নোবেল বিজয়ীদের মধ্যে সবচেয়ে বেশী দিন জীবিত আছেন? উঃ রিটা লেভি মনটালচিনি (১৯৮৬); এখন ১০২ বছর।
- জাতিসংঘ ও এর অঙ্গসংস্থাগুলো কতবার নোবেল পুরস্কার লাভ করে? উঃ ৮ বার।
- কত জন নোবেল বিজয়ী পুরস্কার ঘোষনার সময় গ্রেপ্তার ছিলেন? উঃ ৩ জন (শান্তিতে)। (ক্যারল ভন ওসিয়েটজকি -জার্মানী ১৯৩৫, অং সাং সুকী -মায়ানমার ১৯৯১এবং লিউ জিয়াবাও -চীন ২০১০।
Nobel Prize in Physics
- 1903: Marie Curie
- 1963: Maria Goeppert Mayer
Nobel Prize in Chemistry
- 1911: Marie Curie
- 1935: Irène Joliot-Curie
- 1964: Dorothy Crowfoot Hodgkin
- 2009: Ada E. Yonath
Nobel Prize in Physiology/Medicine
- 1947: Gerty Cori
- 1977: Rosalyn Sussman Yalow
- 1983: Barbara McClintock
- 1986: Rita Levi-Montalcini
- 1988: Gertrude Elion
- 1995: Christiane Nüsslein-Volhard
- 2004: Linda B. Buck
- 2008: Françoise Barré-Sinoussi
- 2009: Elizabeth H. Blackburn
- 2009: Carol W. Greider
- 1909: Selma Lagerlöf
- 1926: Grazia Deledda
- 1928: Sigrid Undset
- 1938: Pearl Buck
- 1945: Gabriela Mistral
- 1966: Nelly Sachs
- 1991: Nadine Gordimer
- 1993: Toni Morrison
- 1996: Wislawa Szymborska
- 2004: Elfriede Jelinek
- 2007: Doris Lessing
- 2009: Herta Müller
Nobel Peace Prize
- 1905: Bertha von Suttner
- 1931: Jane Addams
- 1946: Emily Greene Balch
- 1976: Betty Williams
- 1976: Mairead Corrigan
- 1979: Mother Teresa
- 1982: Alva Myrdal
- 1991: Aung San Suu Kyi
- 1992: Rigoberta Menchú
- 1997: Jody Williams
- 2003: Shirin Ebadi
- 2004: Wangari Maathai
- 2011: Tawakkul Karman
- 2011: Ellen Johnson Sirleaf
- 2011: Leymah Gbowee
Nobel Prize in Economics
- 2009: Elinor Ostrom
Nobel Prize in Chemistry
- 1999: Ahmed Zewail
- 1988: Naguib Mahfouz
- 2006: Orhan Pamuk
- 1978: Anwar El-Sadat
- 1994: Yasser Arafat
- 2003: Shirin Ebadi
- 2005: Mohamed ElBaradei
- 2006: Muhammad Yunus
- 2011: Tawakkul Karman
- 1979: Dr. Abdus Salam
- None
- None
Nobel Prize Statistics by male, female & OrgPrize Since (1901-2011)================================================
Chemistry 157(M), 4(F) Physics 190(M), 2(F)
Physiology/Medicine 189(M), 10(F)
Literature 96(M), 12(F)
Peace 86(M), 15(F), 23(Org)
Economics 68(M), 1(F)
==========================TOTAL 853 786 (M), 44(F), 23(Org)
Awarded 830 prizes 826 individuals23 prizes 20 org ==========================4 person 2 times1 org 2 times1 org 3 times
আরো বিস্তারিত জানতে-http://en.wikipedia.org/wiki/Nobel_Prize
ভালো হয়েছে
ReplyDelete