Monday, March 18, 2013

বিসিএস প্রস্তুতি-৩

বাংলাদেশ বিষয়াবলী এবং  বিজ্ঞান
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা – ৩০ টি
দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত –লালমনিরহাট
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরুপ হচ্ছে –টারশিয়ারী যুগের
ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য -৫১৩৮ কিলোমিটার
বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে -১১১টি
বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে
প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত –মহাস্থানগড়
পাহাড়পুরের বৌদ্ধ বিহার যে নামে পরিচিত ছিল – সোমপুর বিহার
সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – ‘আইন-ই-আকবরী’
সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল –গৌড়
গৌড়ের সোনা মসজিদটি নির্মাণ করেন – আলাউদ্দিন হোসেন শাহ
সমগ্র বাংলা ভাষাভাষীদের অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে উঠে – শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে
বাংলাদেশকে ‘ধনসম্পদ পূর্ণ নরক’ বলে অভিহিত করেন –ইবনে বতুতা
ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় – ১৬১০ সালে
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন- ঈসা খাঁ
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন – নবাব মুর্শিদকুলি খান
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় আসে – পর্তুগীজরা
‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ  ঘটে – ১১৭৬ সালে
বাংলাদেশের জাতীয় বৃক্ষ – আম
বাংলাদেশের যে উপ-জাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া
বাংলাদেশে একাডেমিক কার্যক্রম চালুকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় – ৩২ টি
বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথক হয় – ১ নভেম্বর ২০০৭
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ ১৯৭৩
বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় – ১০ এপ্রিল ১৯৭১
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ – সেন্টমার্টিন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় গঠিত হয় -২০০১ সালে
‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল – ১৯৪৩ খ্রিস্টাব্দে
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন – হাজী শরিয়ত উল্লাহ
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন – হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ কে স্বীকৃতিদানকারী প্রথম দেশ – ভারত
স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার – মোহাম্মদ উল্লাহ
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী গঠিত – ১৩৭
উড়োজাহাজের গতি নির্ণায়ক  যন্ত্র – ট্যাকোমিটার
কাজ করার সামর্থকে বলে – শক্তি
বলের আন্তর্জাতিক একক –নিউটন
সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়- ত্বরণ
অভিকর্ষ হলো বস্তুর উপর – কেন্দ্রমুখী বল
বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত  হচ্ছে- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
কাজের একক –জুল
বরফ পানিতে ভাসে কারণ – বরফের ঘনত্ব পানির তুলনায় কম
রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েব
তাপ প্রয়োগে সবচেয়ে বেশী প্রসারিত হয় –বায়বীয় পদার্থ
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পণ
যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা – নিরপেক্ষ পানি
ফল পাকানোর জন্য দায়ী – ইথিলিন
কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিক্রিন
সালোকসংশ্লেষন সবচেয়ে বেশী হয় – লাল আলোতে
‘ইস্ট’- এক ধরনের ছত্রাক
ধানের পরাগায়ন হয় – বাতাসের মাধ্যমে
ডেঙ্গু জ্বরের বাহক – এডিস মশা
বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য
মুক্তা হল  ঝিনুকের প্রদাহের ফল
যে রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় – ‘ও’ গ্রুপ
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম – মনোসোডিয়াম গ্লুটামেট
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত – ১ : ২
ইরাটম হচ্ছে – উন্নত জাতের ধান
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে – পরমানু
সবচেয়ে হালকা ধাতু –লিথিয়াম
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় –নাইক্রোম তার

No comments:

Post a Comment