Monday, March 18, 2013

বিসিএস প্রস্তুতি-২

সাধারণ জ্ঞান
১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) পিনাক্লিয়েট ডাক্সন খ) বুর্জ খলিফা গ) সিয়ার্স টাওয়ার ঘ) ব্যাংক অব আমেরিকা টাওয়ার
২. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
ক) সোমালিয়া খ) পাকিস্তান গ) আফগানিস্তান ঘ) মিয়ানমার
৩. বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে?
ক) ২০ লাখ খ) ২৫ লাখ গ) ১৫ লাখ ঘ) ৩৫ লাখ
৪. মালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?
ক) ৪০% খ) ৮৫% গ) ৭৫% ঘ) ৬৫%
৫. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) টরন্টোতে ঘ) মুম্বাইয়ে
৬. ‘ল্যারি কিং’ কে?
ক) একজন ফুটবলার খ) একজন সাংবাদিক গ) একজন বেসবল খেলোয়াড় ঘ) একজন অভিনেতা
৭. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
ক) ১ জন খ) ২ জন গ) ১১ জন ঘ) ২১ জন
৮. বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক) ৪০% খ) ৩৫% গ) ৪৮% ঘ) ৫৪%
৯. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
ক) ২৫ খ) ১৪ গ) ২১ ঘ) ২৭
১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) মহেশখালী খ) হাতিয়া গ) সন্দ্বীপ ঘ) সেন্ট মার্টিন
১১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর খ) রংপুর গ) পঞ্চগড় ঘ) কুড়িগ্রাম
১২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ১৪ ডিসেম্বর গ) ৭ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর
১৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
ক) শেরশাহ খ) সম্রাট আকবর গ) সম্রাট বাবর ঘ) ঈশা খাঁ
১৪. সুন্দরবন আসলে কোন ধরনের বন?
ক) রেইন ফরেস্ট খ) ম্যানগ্রোভ গ) পত্রহরিৎ ঘ) কনিয়ার
১৫. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
ক) মাকসুদুল আলম খ) স্টিফেন হকিং গ) গ্রেগর জোহান মেন্ডেল ঘ) আবেদ চৌধুরী
১৬. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) সালফার খ) কার্বন গ) মিথেন ঘ) নিয়ন
১৭. MICR কী?
ক) মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম খ) ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন গ) মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি ঘ) কোনোটি নয়
১৮. শালবন বিহার কোথায়?
ক) কুষ্টিয়ায় খ) কুমিল্লায় গ) কুড়িগ্রামে ঘ) সাভারে
১৯. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ক. ক্লোরোফ্লোরো কার্বন খ. কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. মিথেন 

২০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টিএসপি খ. ইউরিয়া গ. পটাশ ঘ. সবুজ সার
২১. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সেন্টিগ্রেড খ. ১০° সেন্টিগ্রেড  গ. ৪° সেন্টিগ্রেড ঘ. ১০০° সেন্টিগ্রেড
২২. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. ইউরেনিয়াম খ. প্লুটোনিয়াম গ. লৌহ ঘ. নেপচুনিয়াম
২৩. ‘টলেমি’ কী ছিলেন?
ক. দার্শনিক খ. সেনাপতি গ. সম্রাট ঘ. জ্যোতির্বিদ
২৪. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক
২৫. কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) ক্ষমতা খ. কার্য ক্ষমতা গ. বল ঘ. শক্তি
২৬. সংকর ধাতু পিতলের উপদান কী?
ক) তামা+টিন খ. তামা+দস্তা গ. তামা+নিকেল ঘ. তামা+লৌহ
২৭. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী গ. পরভোজী গ. পরাশ্রয়ী ঘ. মৃতজীবী
২৮. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
ক. জিপসাম খ. সিলিকা গ. চুনাপাথর ঘ. পাথর
২৯. কোথায় সাঁতার কাটা সহজ?
ক. পুকুরে খ. খরস্রোতা নদীতে গ. সাগরে ঘ. হ্রদে
৩০. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
ক) নাইট্রোজেন খ. কার্বন গ. সালফার ঘ. অক্সিজেন
৩১. পানির গভীরতা মাপার একক কী?
ক. বেল খ. ফ্যাদম গ. নটিক্যাল ঘ. ক্যারেট
৩২. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কী দিয়ে?
ক. ক্যালরি খ. জুল গ. ডেসিবল ঘ. অ্যাম্পিয়ার
৩৩. কম্পিউটারের জনক কে?
ক. অ্যাবাকাস খ. আইনস্টাইন গ. স্টিফেন হকিং ঘ. চার্লস ব্যাবেজ
৩৪. নিউট্রন কে আবিষ্কার করেন?
ক. চ্যাডউইক খ. নিউটন গ. রাদারফোর্ড ঘ. রন্টজেন
৩৫. উড পেনসিলের শিস কিসের তৈরি?
ক) সালফার খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. কপার
৩৬. সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
ক. ইস্পাত খ. হীরক গ. গ্রানাইট ঘ. পিতল
৩৭. মিউকর কী?
ক. একটি ছত্রাক খ. একটি শৈবাল গ. একটি ফার্ন ঘ. একটি ব্যাকটেরিয়া
৩৮. বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
(ক) ৪৫ শতাংশ (খ) ৫০ শতাংশ  (গ) ৫৫ শতাংশ (ঘ) ৬০ শতাংশ

৩৯. অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
(ক) শর্করা (খ) ভিটামিন  (গ) খনিজ লবণ (ঘ) আমিষ
৪০. দেশলাই শিল্পে কোন ধরনের ফসফরাস ব্যবহূত হয়?
(ক) শ্বেত ফসফরাস (খ) লোহিত ফসফরাস (গ) অদানাদার ফসফরাস (ঘ) ওপরের সব কটি
৪১. দিনে বাইরে থেকে ভেতর দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যায় কোন কাচ দ্বারা?
(ক) পাত কাচ (খ) বিম্বিত কাচ (গ) টিন্ডেড প্লেট কাচ (ঘ) প্যাটার্ন বা ছাঁচ কাচ
৪২. জন্ডিস রোগ নিচের কোনটি দ্বারা বাহিত?
(ক) বাতাস (খ) পানি (গ) পাখি (ঘ) খাবার
৪৩. আলেয়া কী?
(ক) মিথেন গ্যাস ও অক্সিজেনের দহনে সৃষ্ট আগুনের আলো (খ) ভূতের মুখনিঃসৃত আগুন (গ) হারিকেনের আলো
৪৪. কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?
(ক) মাইটোকন্ড্রিয়াকে (খ) ক্রোমোসোমকে (গ) নিউক্লিয়াসকে (ঘ) প্রোটোপ্লাজমকে
৪৫. এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
(ক) প্রায় ৫-৬ কোটি (খ) প্রায় ১০-১২ লাখ (গ) প্রায় ১০-১২ কোটি (ঘ) প্রায় ২-৩ কোটি
৪৬. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?
(ক) ৩-৪ লিটার (খ) ২-৩ লিটার (গ) ৫-৬ লিটার (ঘ) ৮-১০ লিটার
৪৭. শ্রবণাতীত শব্দের ব্যবহার কোনটি?
(ক) সমুদ্রের গভীরতা নির্ণয় (খ) ডুবোজাহাজের অবস্থান নির্ণয় (গ) ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা (ঘ) সবগুলো
৪৮. বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন?
(ক) পিতলের দস্তানা (খ) প্লাস্টিকের দস্তানা (গ) রুপার দস্তানা (ঘ) রাবারের দস্তানা
৪৯. ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে কী বেরিয়ে যায়?
ক) পানি (খ) ভিটামিন ও লবণ (গ) লবণ ও আমিষ (ঘ) পানি ও লবণ
৫০. স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) সেলুলোজ(গ) গ্লাইকোজেন (ঘ) হিমোগ্লোবিন
৫১. ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়?
(ক) ফসফরাস (খ) গন্ধক (গ) অ্যালুমিনিয়াম (ঘ) লোহা
৫২. কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য—
(ক) জলাধারে পানি জমিয়ে রাখা হয় (খ) বিরাট মোটর বসানো হয়েছে (গ) বিশাল পুকুর নির্মাণ করা হয়েছে (ঘ) জেনারেটরের সাহায্য নেওয়া হয়েছে।
৫৩. খাবার পরিপাকের জন্য নিচের কোনটি অপরিহার্য?
(ক) পানি (খ) হরমোন (গ) লবণ (ঘ) ভিটামিন
৫৪. নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোকে কী বলে?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) ক্রোমোসোম (গ) প্লাস্টিড (ঘ) নিউক্লিওপ্লাজম
৫৫. কিসের সাহায্যে ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে?
(ক) গ্লুকোজ (খ) অতিরিক্ত অক্সিজেন (গ) অতিরিক্ত ইথানল (ঘ) অতিরিক্ত পানি
৫৬. হূদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়—
(ক) সিস্টোল (খ) ডায়াস্টোল (গ) ডায়ালাইসিস (ঘ) থ্রম্বোসিস
৫৭. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) গ্লিসারল (গ) ফ্যাটি এসিড ও গ্লিসারল (ঘ) অ্যামাইনো এসিড।
৫৮. ভিওআইপি কী? ক) ভয়েস ওভার প্রমোশন খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল গ) ভয়েস ওভার ইন্টারন্যাশনাল পলিসি
৫৯. বিশ্বের কত কোটি মানুষ সমুদ্র ও উপকূলীয় প্রাণবৈচিত্র্যের ওপর নির্ভর করে?
ক) ৩০০ খ) ২৫০ গ) ১৫০ ঘ) ৭৫ কোটি
৬০. বিশ্বের পরিবহন খাত থেকে কত শতাংশ কার্বন নিঃসরণ হয়?
ক) ২৩% খ) ২৮%  গ) ১২% ঘ) ১৬%
৬১. জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক) লন্ডনে খ) কোপেনহেগেনে গ) ক্যালিফোর্নিয়ায় ঘ) ইকুয়েডরে
৬২. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
ক) আন্দিজ খ) হিমালয় গ) রকি ঘ) আল্পস
৬৩. চিরবসন্তের শহরের নাম কী?
ক) ভেনিস খ) কিটো গ) কাশ্মীর ঘ) তিব্বত
৬৪. উত্তম নির্বাচন পদ্ধতি কোনটি?
ক) গোপন ভোট খ) প্রকাশ্য ভোট গ) দলীয় নির্বাচন ঘ) সমঝোতার ভোট
৬৫. প্রতিসরণ কোণ সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে?
ক) ৬০° খ) ৯০° গ) ৭০° ঘ) ১৮০°
৬৬. বিদ্যুৎশক্তির বাণিজ্যিক একক কী?
ক) কিলোওয়াট-ঘণ্টা খ) ওহম গ) জুল ঘ) ওয়াট
৬৭. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি?
ক) ইউরোপ খ) উত্তর আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা
৬৮. ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ কোথায় অবস্থিত?
ক) এশিয়ায় খ) কানাডার দক্ষিণাংশ ও যুক্তরাষ্ট্রের উত্তরাংশে গ) মিসর ও লেবাননে ঘ) আফ্রিকায়
৬৯. ‘লা-প্লাটা’ কী?
ক) পর্বত খ) হ্রদ গ) সমভূমি ঘ) নদী
৭০ ‘চির বসন্তের শহর’ কোনটি?
ক. কিটো খ. ভিয়েনা গ. রিও ডি জেনিরো ঘ. লণ্ডন
৭১. পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
ক) লাপাজ খ) বোগোতা গ) লিমা ঘ) বুয়েনস এইরেস
৭২. পৃথিবীর সর্ববৃহৎ মৎস্য চারণক্ষেত্র কোনটি?
ক) গ্লাসগে খ) ডান্ডি গ) ডগার্স ব্যাংক ঘ) ভলগা
৭৩. আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা খ) হেগ গ) মস্কো ঘ) নিউইয়র্ক
৭৪. অর্থনীতিতে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ধারণা?
ক) ভোগ খ) সঞ্চয় গ) ব্যয় ঘ) আয়
৭৫. ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন কে?
ক) মহাত্মা গান্ধী খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) রামমোহন রায় ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৬. বঙ্গভঙ্গ রদ করেন কে?
ক) সম্রাট পঞ্চম জর্জ খ) জওহরলাল নেহরু গ) সুভাষ চন্দ্র বসু ঘ) শেরেবাংলা এ কে ফজলুল হক
৭৭. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে?
ক) কায়েদে আযম খ) মহাত্মা গান্ধী গ) জওহরলাল নেহরু ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

No comments:

Post a Comment